দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের জনপ্রিয় অনলাইন মাধ্যমগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে। ফেসবুক ব্যবহারকারী ১৩ লাখ মানুষের ওপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা বলছেন, স্বামী-স্ত্রীর সম্পর্ক রক্ষায় উভয়ের অভিন্ন ফেসবুক বন্ধু ও বন্ধুদের বন্ধুরা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন।
কম্পিউটার বিজ্ঞানী লার্স ব্যাকস্টর্ম ও ফেসবুকে কর্মরত জ্যেষ্ঠ প্রকৌশলী জন ক্লিনবার্গের যৌথ গবেষণায় অন্তত ১৩ লাখ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য-উপাত্ত ব্যবহার করা হয়। তাঁদের বন্ধুত্বের পরিমণ্ডল বা ব্যাপ্তি (নেটওয়ার্ক) যাচাই করে দেখা হয়। বিশেষ করে যুগল বা দম্পতিদের অভিন্ন বন্ধু ও বন্ধুদের বন্ধু সম্পর্কে খোঁজ নিয়ে দেখা যায়, ২০ বছরের বেশি বয়সী ও বিশেষ সম্পর্কে আবদ্ধ (‘ইন অ্যা রিলেশনশিপ’) ফেসবুক ব্যবহারকারীদের গড় বন্ধুসংখ্যা ৫০ জন থেকে দুই হাজার জনে সীমিত।
কম্পিউটার বিজ্ঞানী লার্স ব্যাকস্টর্ম ও ফেসবুকে কর্মরত জ্যেষ্ঠ প্রকৌশলী জন ক্লিনবার্গের যৌথ গবেষণায় অন্তত ১৩ লাখ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য-উপাত্ত ব্যবহার করা হয়। তাঁদের বন্ধুত্বের পরিমণ্ডল বা ব্যাপ্তি (নেটওয়ার্ক) যাচাই করে দেখা হয়। বিশেষ করে যুগল বা দম্পতিদের অভিন্ন বন্ধু ও বন্ধুদের বন্ধু সম্পর্কে খোঁজ নিয়ে দেখা যায়, ২০ বছরের বেশি বয়সী ও বিশেষ সম্পর্কে আবদ্ধ (‘ইন অ্যা রিলেশনশিপ’) ফেসবুক ব্যবহারকারীদের গড় বন্ধুসংখ্যা ৫০ জন থেকে দুই হাজার জনে সীমিত।
![]() |
True Love |
ব্যাকস্টর্ম ও ক্লিনবার্গ একটি গাণিতিক পদ্ধতিতে ফেসবুকনির্ভর বন্ধুত্বের সম্পর্কগুলো বিশ্লেষণ করে আরও দেখতে পান, সম্পর্কে গভীরতার ঘাটতি দেখা দিলে তা টিকিয়ে রাখতে স্বামী ও স্ত্রী উভয়ের অভিন্ন বন্ধুর সংখ্যাটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তখন কেবল ওই অভিন্ন বন্ধুরাই নন, বরং তাঁদের সমন্বয়ে তৈরি পরিমণ্ডলটি ওই দম্পতির পারস্পরিক যোগাযোগ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। আর সেই অভিন্ন বন্ধুরাও যদি ফেসবুকে পরস্পর বন্ধু হন, তাহলে তাঁরা নির্দিষ্ট দম্পতির সম্পর্ক রক্ষায় বেশি সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হতে পারেন।
গবেষণায় আরও দেখা যায়, কোনো দম্পতির সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে কি না, সে ব্যাপারে তাঁদের অভিন্ন বন্ধুরা মোটামুটি নির্ভুলভাবে ভবিষ্যদ্বাণী করতে পারেন। আর দীর্ঘস্থায়ী সম্পর্ক নির্ভর করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী-স্ত্রীর ব্যক্তিগত সক্রিয়তার ধরনের ওপর। তবে এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। ইনডিপেনডেন্ট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন