পৃষ্ঠাসমূহ

সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৩

দুই হাজার টাকায় থ্রিজিমডেম ও চার হাজার টাকায় স্মার্টফোন দেবে গ্রামীণফোন ...!!!!!

বিভিন্ন মূল্যের চারটি প্যাকেজে থ্রিজি সেবা দেবে দেশের সবচেয়ে বড় সেলফোন অপারেটর গ্রামীণফোন। এই প্যাকেজে গ্রাহকদের দুই হাজার টাকার মধ্যে থ্রিজি মডেম ও চার হাজার ৫০০ টাকার মধ্যে স্মার্টফোন দেয়া হবে। গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার অ্যালান বনকে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, সেবা চালুর পর থেকে ২০০৯ সালের পর থেকে বিক্রিত ইন্টারনেট মডেমও সরাসরি থ্রিজি সাপোর্ট করবে। বর্তমান সব গ্রাহকই মাত্র একটি এসএমএসের মাধ্যমে বিনামূল্যে টুজি থেকে থ্রিজিতে রূপান্তর হবে।


বানকে জানান, ঢাকার পাশাপাশি চট্টগ্রামকে গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিবেচনা করে আগামী মাস থেকেই সেখানে থ্রিজি সেবা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী ১০-১৫ অক্টোবরের মধ্যে চট্টগ্রামের আগ্রাবাদে এই সেবা চালু হবে। এরপর ১৪ নভেম্বর খুলশী, ২৪ ডিসেম্বর চট্টগ্রামের পাহাড়তলী, কক্সবাজার শহর, সমুদ্র সৈকত ও সেন্টমার্টিন দ্বীপ, ২৬ ডিসেম্বর কোতোয়ালি, ২৯ ডিসেম্বর হালিশহর, চট্টগ্রাম ইপিজেড, পতেঙ্গা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থ্রিজির আওতায় আসবে।
প্রসঙ্গত, এর আগেই এক সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের প্রধান নির্বাহী বিবকে সুদ জানিয়েছিলেন, ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে দেশের সব বিভাগীয় শহর এবং ২০১৪ সালের মার্চের মধ্যে ৬৪ জেলার গ্রাহকরা এ সেবা পাবে।  www.youtube.com/watch?v=Vum-TUHs2kA