পৃষ্ঠাসমূহ

শনিবার, ৯ নভেম্বর, ২০১৩

হরতাল বুধবারও


রিজভী জানান, স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম, ছাত্রবিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে।বিরোধী দলের আন্দোলন নস্যাতে কর্মীদের ‘ভয়’ পাইয়ে দেয়ার উদ্দেশে সরকার এই কাজ করছে, বলেন তিনি।


সরকারকে সতর্ক করে রিজভী বলেন, “তারাধরাকে সরা জ্ঞান করছে। তারা ভেবেছে, জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার করে জাতিকে মুখ ও বধির দেবে, এটা হবে না।
“তাদের পতনের শেষ সাইরেন বেজে গেছে। এই সরকারের পতনের জন্য গ্রামে-গঞ্জে-ইউনিয়ন-ওয়ার্ডে আজ মানুষ প্রস্তুতি নিয়ে ফেলেছে।”
দমন-পীড়নে বিরোধী দলের নেতা ও কর্মীরা নিরাপত্তাহীনতায় রয়েছে বলেও দাবি করেন পুলিশি ঘেরাওয়ের মধ্যে দলীয় কার্যালয়ে অবস্থানকারী রিজভী।  
নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ও পুলিশ ঘিরে রেখেছে। কোনো নেতা-কর্মীদের কার্যালয়ে ঢুকতে দেয়া হচ্ছে না বলে জানান রিজভী।শুক্রবার মধ্যরাতে গুলশানের কার্যালয় থেকে বের হওয়ার পথে মিন্টু ও শিমুল বিশ্বাসকে আটক করে গোয়েন্দা পুলিশ।
রিজভী বলেন, “আমি দপ্তরের দায়িত্বে। আমি কিভাবে কার্যালয়ে ঢুকলাম, সেজন্য অফিসের কর্মীদের পুলিশ ধমক দিচ্ছে। এটা নজিরবিহীন ঘটনা।”নেতাদের গ্রেপ্তারের প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের পর ভোররাতে দলীয় কার্যালয়ে ঢোকেন রিজভী।
ওই সময় তাকে আটকের জন্যও পুলিশ তৎপর ছিল দাবি করে তিনি বলেন, “গভীর রাতে আমি যখন প্রেসক্লাব থেকে বেরুতে যাই, তখন পুলিশ ধাওয়া করে।”
বিরোধী দলের ওপর দমনপীড়ন বন্ধে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়েছেন বিএনপির যুগ্মমহাসচিব। সেই সঙ্গে মানবাধিকার সংগঠন, গণমাধ্যম ও আইনজীবীদের সহায়তাও চেয়েছেন তিনি।

শুক্রবার, ১ নভেম্বর, ২০১৩

ঘরে বসেই প্রচুর আয় সিলেটের ফ্রিল্যান্সারদের

ঢাকার পাশাপাশি বিভাগীয় শহরগুলোতেও ফ্রিল্যান্সিং জনপ্রিয়তা পাচ্ছে। অনলাইন মার্কেটপ্লেসগুলোতে ঢাকার পাশাপাশি বিভাগীয় শহর সিলেটের ফ্রিল্যান্সারাও কাজে উত্সাহী হচ্ছেন।
অনলাইন মার্কেটপ্লেস ইল্যান্সের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান দাবি করেছেন, এ বছর শুধু সিলেটের ফ্রিল্যান্সাররা সম্মিলিতভাবে এক লাখ ডলারের বেশি আয় করেছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮০ লাখ টাকার কাছাকাছি।
২০১০ সাল থেকে ওয়েব ডেভেলপমেন্ট এবং হোস্টিং সার্ভার ম্যানেজমেন্ট নিয়ে ফ্রিল্যান্সার হিসেবে অনলাইন মার্কেটপ্লেসে কাজ করছেন সিলেটের নাজমুল হক। তাঁর ভাষ্য, বর্তমানে তিনি নতুন ওয়েবসাইট তৈরি, পুরোনো ওয়েবসাইট কাস্টমাইজেশন এবং সার্ভার ব্যবস্থাপনা নিয়ে কাজ করছেন। ইউরোপের বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার কাজদাতাদেরও বিভিন্ন কাজ করছেন তিনি।
নাজমুল হক বলেন, ‘ঘরে বসে আয় করতে পারছি। তাই নিজ শহর ছেড়ে কাজের সন্ধানে অন্য কোথাও যেতে হয়নি। প্রযুক্তিতে দক্ষতা, ধৈর্য আর ভালো ইংরেজি জানার ফলে এ সাফল্য এসেছে।’
তিনি আরও বলেন, বিভাগীয় শহর হিসেবে কাজ করার প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় ইন্টারনেটের গতি। দ্রুতগতির ও সাশ্রয়ী খরচে ইন্টারনেট পেলে অনলাইন মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সারদের জন্য ভালো সম্ভাবনা তৈরি করতে পারে।
সারা দেশে দক্ষ ফ্রিল্যান্সার তৈরিতে কাজ করছে অনলাইন মার্কেটপ্লেস ইল্যান্স। সিলেটের ফ্রিল্যান্সারদের বর্তমান অবস্থা সম্পর্কে সাইদুর মামুন খান দাবি করেন, অনলাইনে গড় আয়ের দিক থেকে সিলেটের ফ্রিল্যান্সাররা তৃতীয়। এ বছর সম্মিলিতভাবে প্রায় এক লাখ ডলার আয় করেছেন সিলেটের ফ্রিল্যান্সাররা। এখানে দক্ষ অনেক ফ্রিল্যান্সার রয়েছেন। একই সঙ্গে নতুন করে আরও অনেকেই এ পেশায় আগ্রহী হয়ে উঠছেন।
ইল্যান্সের পক্ষ থেকে জানানো হয়, সিলেটের ফ্রিল্যান্সারদের জন্য ২ ও ৩ নভেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হোটেল সুপ্রিমে সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়েছে। এ কর্মশালায় বিনা মূল্যে ফ্রিল্যান্সিং-সংক্রান্ত দিকনির্দেশনা জানানো হবে। সবার জন্য উন্মুক্ত এ কর্মশালা।

:::::::::::::::::::::::::::::::: আইফোন হয়ে যাবে প্রজেক্টর! :::::::::::::::::::::::::::::::::::::

গান শোনার যন্ত্র বা ভিডিও স্ট্রিমারের কাজ করে আইফোন। এটা পুরোনো খবর।নতুন খবর হচ্ছে শিগগিরই এই আইফোন আপনার শোবার ঘরের দেয়ালের ওপর মুভি প্রজেক্টর হিসেবে কাজ করবে এবং বড় পর্দায় ভিডিও দেখার সাধ খুব ভালোভাবেই মেটাবে।সম্প্রতি জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইএফএ সম্মেলনে প্রযুক্তি নির্মাতাপ্রতিষ্ঠান ‘এইপটেক’ একটি নতুন বহনযোগ্য প্রজেক্টর দেখিয়েছে, যার নাম ‘আই ৫৫’। মূলত আইফোন ৫-এর সঙ্গে কাজ করার কথা মাথায় রেখেই এর নকশা করা হয়েছে। তবে আইফোন ৪-এর জন্যও প্রতিষ্ঠানটির ‘পকেট প্রজেক্টর’ রয়েছে।


আই ৫৫ এমনই একটি বহনযোগ্য প্রজেক্টর, যা আইফোনের পর্দায় প্রদর্শিত যেকোনো ছবিকে ৬০ ইঞ্চি মাপে বড় করে দেখাতে পারবে। আই ৫৫ প্রজেক্টরে একটি স্পিকারও রয়েছে।এতে আরও আছে একটি ব্যাটারি, যা ভিডিও প্রদর্শনের সময় আপনার আইফোনে চার্জ দিতে থাকবে।ফলে ব্যাটারির ব্যাকআপ নিয়েও চিন্তা করতে হবে না।শুধু তাই নয়, এতে আছে একটি এইচডিএমআই ইনপুট-ব্যবস্থা, যার ফলে একটি অ্যাডাপ্টারের সাহায্যে আইপ্যাড মিনি এবং আইফোনের আগের সংস্করণগুলোও এর সঙ্গে কাজ করবে। এর দাম ৩৫০ ডলার। বর্তমানে শুধু ইউরোপের দেশগুলোতে এর বাজারজাতকরণের প্রক্রিয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩

Horse racing

Horse racing is an unique sports which is running a long time ago.  In 648 BC at Greek Olympics start this race event . Nowadays  it is a popular game of all the world around. Most of the country like UK, USA, Canada France, Danish use this racing The style of racing, the distances and the type of events vary significantly by the country in which the race is occurring, and many countries offer different types of horse races.








 There are three major types of racing: flat racing, steeple chasing and harness racing, where horses trot or pace while pulling a driver in a sulky. A major part of horse racing's economic importance lies in the gambling associated with it, an activity that in 2008 generated a world-wide market worth around US $ 115 billion.  Length of the quarters miles races, the first record HENRICO County, dated back to 1674 in Virginia. Each race consist only two horses in the street and down the road they raced. The quarter horse racing got its name due to the length. Indeed mile races, "quarter", or the 400 meters. They get of the to a fast start, and can win the race, the horse offspring was developed.

ক্যাপচা কোড ভাঙার শীর্ষে বাংলাদেশ

বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি পরিমাণে ক্যাপচা কোড ভাঙা হয়। খুব কম খরচে  দ্রুতগতিতে ক্যাপচা কোড ভাঙতে বাংলাদেশি ফ্রিল্যানসার ও অনলাইন কর্মীদের ব্যবহার করে ক্যাপচা নিয়ে কাজ করা বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠানগুলো। ব্রিটিশ কলাম্বিয়ার সিমন ফ্রেশার বিশ্ববিদ্যালয়ের গবেষক গ্রেগ মরির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কম্পিউটার বিজ্ঞানী গ্রেগ মরি জানিয়েছেন, একটি সাইটে অসংখ্য ইমেইল অ্যাকাউন্ট খোলা বা স্প্যাম পাঠানোর ক্ষেত্রে ক্যাপচা কোডের বাধা পেরোতে হয়। হাতে করে এ কাজ করা অনেক জটিল। তাই কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে তা ব্যবহারের কথা ভাবা হয়। কিন্তু কম্পিউটার সফটওয়্যার সহজে যাতে সাইটে প্রবেশ করতে না পারে সেজন্য সাইট নির্মাতারা ক্যাপচা কোড বসিয়ে দেন। এ ধরনের ক্যাপচা কোডের বাধা যাতে সহজে পেরেনো যায় এজন্য সহজেই ফ্রিল্যানসার সাইট থেকে কর্মী নিয়োগ দেওয়া হয়। আর এ ধরনের কাজে বাংলাদেশের ফ্রিল্যান্সারদেরই বেশি বেছে নেওয়া হয়।


কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক গবেষক গ্রেগ আরও জানিয়েছেন, ঘণ্টাপ্রতি মাত্র ৫০ সেন্টস করে পারিশ্রমিক দিয়ে প্রতি মিনিটে সাতটিরও বেশি ক্যাপচা কোড ভাঙার জন্য বলা হয়। বাংলাদেশে এ ধরনের কাজকে বলা হয় ‘ক্যাপচা ডাটা এন্ট্রি’।
‘কমপ্লিটলি অটোমেটেড পাবলিক টিউরিং টেস্ট টু টেল কম্পিউটারস অ্যান্ড হিউম্যানস অ্যাপার্ট’-এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই ক্যাপচা। পঞ্চাশের দশকে ব্রিটিশ বিজ্ঞানী অ্যালান টিউরিং প্রবর্তিত টিউরিং টেস্ট বা কম্পিউটারের বুদ্ধিমত্তা পরীক্ষণের কাজে ক্যাপচা কোড ব্যবহার করা হয়।
অনলাইনে বিভিন্ন ব্লগ, ওয়েবসাইটে স্প্যামিং করার জন্য স্বয়ংক্রিয় নানা সফটওয়্যার ব্যবহার করে দুর্বৃত্তরা। এ কাজে ব্যবহূত সফটওয়্যারকে বলা হয় স্প্যামবট। এ স্প্যামবট ব্যবহার করে দুর্বৃত্তরা সাইটে স্প্যামিং করে। এ স্প্যামবট ঠেকাতে সাইটের সুরক্ষা হিসেবে ক্যাপচা ব্যবহার করা হয়। কিন্তু এ ক্যাপচা বাধা দূর করতেও তারা নানা পদ্ধতি গ্রহণ করে। এর মধ্যে একটি হলো ক্যাপচা ফার্মিং। বিভিন্ন ওয়েবসাইটের জটিল ক্যাপচাগুলো সংরক্ষণ করে কম খরচে সে কোডগুলো টাইপ করিয়ে নেওয়া হয়। পরে যা স্প্যামিংয়ের কাজে ব্যবহূত হয়। ডাটা এন্ট্রি কাজ হিসেবে ক্যাপচা কোড ভাঙার কাজ অনলাইন মার্কেটপ্লেসগুলোতে দেওয়া হয়। এ ধরনের কাজ বাংলাদেশি ফ্রিল্যানসারদের লক্ষ্য করে পোস্ট করা হয় বলেই বিশ্লেষকেরা জানিয়েছেন।

দাম্পত্য রক্ষায় ফেসবুক!!!!!!

দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের জনপ্রিয় অনলাইন মাধ্যমগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে। ফেসবুক ব্যবহারকারী ১৩ লাখ মানুষের ওপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা বলছেন, স্বামী-স্ত্রীর সম্পর্ক রক্ষায় উভয়ের অভিন্ন ফেসবুক বন্ধু ও বন্ধুদের বন্ধুরা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন।
কম্পিউটার বিজ্ঞানী লার্স ব্যাকস্টর্ম ও ফেসবুকে কর্মরত জ্যেষ্ঠ প্রকৌশলী জন ক্লিনবার্গের যৌথ গবেষণায় অন্তত ১৩ লাখ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য-উপাত্ত ব্যবহার করা হয়। তাঁদের বন্ধুত্বের পরিমণ্ডল বা ব্যাপ্তি (নেটওয়ার্ক) যাচাই করে দেখা হয়। বিশেষ করে যুগল বা দম্পতিদের অভিন্ন বন্ধু ও বন্ধুদের বন্ধু সম্পর্কে খোঁজ নিয়ে দেখা যায়, ২০ বছরের বেশি বয়সী ও বিশেষ সম্পর্কে আবদ্ধ (‘ইন অ্যা রিলেশনশিপ’) ফেসবুক ব্যবহারকারীদের গড় বন্ধুসংখ্যা ৫০ জন থেকে দুই হাজার জনে সীমিত।

True Love

ব্যাকস্টর্ম ও ক্লিনবার্গ একটি গাণিতিক পদ্ধতিতে ফেসবুকনির্ভর বন্ধুত্বের সম্পর্কগুলো বিশ্লেষণ করে আরও দেখতে পান, সম্পর্কে গভীরতার ঘাটতি দেখা দিলে তা টিকিয়ে রাখতে স্বামী ও স্ত্রী উভয়ের অভিন্ন বন্ধুর সংখ্যাটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তখন কেবল ওই অভিন্ন বন্ধুরাই নন, বরং তাঁদের সমন্বয়ে তৈরি পরিমণ্ডলটি ওই দম্পতির পারস্পরিক যোগাযোগ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। আর সেই অভিন্ন বন্ধুরাও যদি ফেসবুকে পরস্পর বন্ধু হন, তাহলে তাঁরা নির্দিষ্ট দম্পতির সম্পর্ক রক্ষায় বেশি সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হতে পারেন।
গবেষণায় আরও দেখা যায়, কোনো দম্পতির সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে কি না, সে ব্যাপারে তাঁদের অভিন্ন বন্ধুরা মোটামুটি নির্ভুলভাবে ভবিষ্যদ্বাণী করতে পারেন। আর দীর্ঘস্থায়ী সম্পর্ক নির্ভর করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী-স্ত্রীর ব্যক্তিগত সক্রিয়তার ধরনের ওপর। তবে এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। ইনডিপেনডেন্ট।

সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৩

কিছু দারুণ তথ্য জেনে রাখুন কাজে লাগবে


প্রয়োজনীয় কিছু তথ্যঃ
১# আপনি যখন মোবাইলে কোন নাম্বার ডায়াল করেন তখন কানেকশন পাওয়ার আগ পর্যন্ত মোবাইল তার সর্বোচ্চ শক্তি ব্যাবহার করে।
অর্থাৎ এসময় মোবাইল থেকে সর্বোচ্চ রেডিয়েশন হয়। তাই এসময় মোবাইল কানের কাছে না ধরেই রাখাই ভালো৷
২# টি.ভি দেখার সময় বাতি বন্ধ করবেননা।
বাতি বন্ধ থাকলে টি.ভি হতে নিক্ষিপ্ত ইলেকট্রন সোজা সোজা চোখে আঘাত করে৷
৩# মনিটরের দিকে টানা আধা ঘন্টার বেশি তাকিয়ে থাকবেননা। কিছুক্ষণের জন্য চোখ বন্ধ রেখে চোখকে রেষ্ট দিন।
৪# বাসে চলা-চলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো নামার সময় অবশ্যই অবশ্যই অবশ্যই বাম পা প্রথমে দিয়ে নামবেন।
বাস যত দ্রুত চলুক শরীরের কন্ট্রোল রাখতে পারবেন।
৫# নিয়মিত নামাজ পড়ুন/ উপাশনা করুন, মনের অশান্তি দূর হবে৷
*******************************************************
ত্বকের সৌন্দর্যের জন্য ১০টি খাবারঃ
১. তরমুজ: ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং চোখের নিচে কালো দাগ দূর করে।
২. আনারস: ত্বকের ছোপছোপ দাগ দূর করে।
৩. চকলেট: এর কোকোতে থাকা পলিফেনল ত্বকের ক্ষত ও দাগ দূর করে।
৪. গরম মশলা: ত্বকের সুরক্ষা প্রাচীর তৈরি করে।
৫. আঙ্গুর: এর এন্টিঅক্সিডেন্ট ­ত্বকে ফ্রি রেডিক্যাল থেকে মুক্ত রাখে।
৬. ব্রোকলি: এর ভিটামিন-কে চোখের নিচের কালো দাগ দূর করে।
৭. সূর্যমুখী তেল: এর লিনোলেইক এসিড আর্দ্রতা ধরে রাখে।
৮. পেস্তা বাদাম: শুষ্ক ত্বকে এর ভিটামিন-ই আর্দ্রতা ফিরিয়ে আনে।
৯. দুধ: এর ভিটামিন-ডি ত্বকের মসৃণতা বাড়ায় এবং বলিরেখা দূর করে।
১০. গাজর: যাদের তৈলাক্ত ত্বক গাজরের ভিটামিন-এ তাদের ত্বকে তেল উৎপাদন কমিয়ে দেয়।
**********************************************************************
এরকম আরো মজার কিছু তথ্য আছে, যা পরে শেয়ার করব।
সবাই ভাল থাকবেন।
কোন সমস্যা হলে কমেন্ট এ জানাবেন।